মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর সরকারের ডিগ্রী কলেজের উদ্যোগে মুজিবনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত আন্ত শ্রেণি ফুটবল টুর্নামেন্ট মুজিবনগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার দুপুর দিকে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দ্বাদশ শ্রেণীর ট্রাইবেকার একাদশ শ্রেণির ৩-২ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২। গোলে অমীমাংসিত ভাবে শেষ শেষ পর্যন্ত ট্রাইবেকারে মাধ্যমে খেলাটা নিষ্পত্তি ঘটানো হয়। এতে দ্বাদশ শ্রেণি ৩ এবং একাদশ শ্রেণির দুটি গোল করেন।
এর আগে নির্ধারিত সময়ে দ্বাদশ শ্রেণীর প্রথমার্ধের খেলা ২গলে এগিয়ে। যায়। দ্বিতীয়ার্ধে একাদশ শ্রেণিদুটি গোল করে খেলায় সমতা ফেরান। শেষ পর্যন্ত ট্রাইবেকার মাধ্যমে খেলাটা নিষ্পত্তি ঘটানো হয়। খেলা শেষে মুজিবনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে শিক্ষক বাকের আলী, মফিজুল ইসলাম, রেজাউল হক, ওয়াহেদুজ্জামান, হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।