মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্কাউটসে ৫৩৭ তম স্কাউটিং বিষয় ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩৭ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
কোর্স লিডার রুত ছবি বিশ্বাসের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুস সাদাত রত্ন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, মুজিবনগর উপজেলা স্কাউটের সম্পাদক মোঃ মোবারক হোসেন, মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা কাব লিডার মো: ফারুক হোসেন।