মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা দিতে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর স্যানিটাইজার বিতরণ সাহাজুল সাজু : বুধবার পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।
ঈদের নামাজ আদায়ের সময় মুসল্লিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে মেহেরপুরের গাংনী পৌর সভার মেয়র আহাম্মেদ আলী স্বাস্থ্য সুরক্ষা (উপকরণ) স্যানিটাইজার বিতরণ করেছেন।
মঙ্গলবার দুপুরে গাংনী পৌরসভা কার্যালয় থেকে পৌর এলাকার বিভিন্ন ঈদগাহ কর্তৃপক্ষের কাছে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী জানান করােনা মহামারী সময়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের সময় মুসল্লিরা যাতে স্বাস্থ্য সুরক্ষা করতে পারে। সে বিষয়টি মাথায় রেখে মুসল্লিদের জন্য মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।