মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জানুয়ারী:
মেহেরপুর সদর উপজেরার শোলমারি সীমান্তের১৩১/৩এস পিলার সংলগ্ন নো ম্যান্স ল্যান্ডে ঘাস কাঁটা অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায় ৩ বাংলাদেশী নাগরিককে। আটককৃতরা হলেন,শোলমারী গ্রামের আজিজুল হকের ছেলে মিরাজুল ইসলাম (২২),সাহাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৬) এবং একই গ্রামের খাইমুদ্দীনের ছেলে শাহিনুর রহমান (১৪)। এ ঘটনার পরপরই বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়। পরবর্তীতে সন্দ্ধ্যা ৬ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ৩ বাংলাদেশী নাগরিককে বিজিবি’র হাতে তুলে দেয় বিএসএফ।
পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন কাথুলী ক্যাম্প কমান্ডার সুবেদার জুলফিকার আলী এবং বিএিসএফ এর পক্ষে নন্দনপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর রাজকুমার। বিকেল ৫ টায় ১৩১/৩এস পিলারের কাছে এ পতাকা বৈঠক শুরু হয়।
বিজিবি জানায়, শুক্রবার বেলা ২ টার দিকে মিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, শাহিনুর রহমান, ও কুরু নামের ৪ জন সীমান্ত পিলার ১৩১/৩এস এর নিকট মাঠে কাজ করছিল। এসময় ভারতীয় লোকজনের সহযোগীতায় নন্দনপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে ভারতীয় ভূখন্ডে নিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের পুলিশের হাতে তুলে না দিয়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিকট তুলে দেওয়ার জন্য এবং পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়।
