মেহেরপুর নিউজ:
মেহেরপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শনিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অন্যদের মধ্যে সাবেক সচিব মোহাম্মদ আল কামা সিদ্দিক,জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল , বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ খালেদুজ্জামান জুয়েল, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর পৌরসভার মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।