শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাটে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় ধরা খেয়ে গনধোলায়ের শিকার হয়েছে জাহাঙ্গীর নামের এক চিহিৃত মোটর সাইকেল চোর।
আজ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের চাঁদ আলীর ছেলে মাছ ব্যবসায়ী সফিউল্লাহ তার ব্যবহৃত ডিসকভার ব্রান্ডের ১৫০সিসি মোটর সাইকেল নিয়ে আমঝুপি হাটে মাছ বিক্রি করতে আসে। এসময সে মোটর সাইকেল রেখে ব্যবসার খোজ খবর নিতে যায়। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা মেহেরপুর সদর উপজেলার চাদবিল গ্রামের আলার ছেলে চিহিৃত চোর জাহাঙ্গীর নকল চাবি দিযে মোটর সাইকেলটি খুলে পালানোর সময় জনগন দেখে ফেলে। এ সময় হাটে উপস্থিত জনতা তাকে ধরে গণধোলাই দিতে থাকে। গনধোলাই খেয়ে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় । এদিকে জনগন মোটরসাইকেলটি উদ্ধার করে আমঝুপি ইউনিয়ন পরিষদের জিম্মা রাখে।
