মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-ইসলামনগর সড়কে পথচারী ও এলাকাবাসীর ধা্ওয়া খেয়ে পলায়ন করেছে।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের ১২/১৩ জন আমঝুপি বাজারে কাজ সেরে মোটরসাইকেল ও বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তার পাশে ঝোপের মধ্যে থাকা একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় পথচারীর সংখ্যা বেশী হওয়ায় এবং তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে যেয়ে ধাওয়া করলে ছিনতাইকারীরা পালিয়ে বাঁচে।
এদিকে,এ সড়কে প্রতিনিয়ত ছিনতাইকারীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। অবিলম্বে মেহেরপুর পুলিশ প্রশাসনের কাছে এ সড়কে পুলিশি টহল দেবার দাবি জানিয়েছে এলাকাবাসী।
