মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর:
একটি মায়েরও মৃত্যু নয় ,নবজতকের অবহেলা নয় এই প্রতিপদ্য নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে মেহেরপুর আমদহ ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের গরীব ও দুস্থ অসহায় মায়েদের গর্ভকালিন চিকিৎসা সেবা প্রদান হবে ইউনিয়ন পরিষদের সদস্যদের সম্মানী ভাতার টাকায়।
প্রায় ৩০ হাজার লোকের বসতিমেহেরপুর সদরের আমদহ ইউনিয়নে । যাদের মধ্যে বেশির ভাগই মধ্যবিত্ত ও নিম্ম আয়ের মানুষ। নুন আনতে পানতা ফুরায় তাদের সেখানে উন্নত চিকিৎসা স্বপ্ন অলিক। একারনে হতদরীদ্র গর্ভবতী মায়েদের অপারেশন ও চিকিৎসা করার ক্ষেত্রে নানা প্রকিবন্ধকতা পোহাতে হয়। সঠিক সময়ে চিকিৎসা ও অপারেশন করতে না পেরে অনেকেরই মার্তৃকালিন মৃত্যু হয়। এই মাতৃকালিন মৃত্যু রোধের জন্যই এগিয়ে এসেছে আমদাহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।
আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম বলেন, কিছুদিন আগে আমার গ্রামের এক অসহায় দরিদ্র পিতাকে তার কণ্যার ১ম সন্তানন প্রসবের ব্যায় ভার বহন করতে না পারায় মেয়ের শশুর বাড়ির থেকে বাদপড়ে যাচ্ছিল আমরা ইউনিয়ন পরিষদও গ্রাম বাসি মিলে
মেযেটির চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহন করি। তখন ভাবলাম এভাবে ১শ/২শটাকা নিয়ে গ্রামবাসির চিকিৎসা সম্ভাব নয়। তাই হতদরীদ্রদের চিকিৎসা প্রদানের ব্যাপারে উদ্যোগ নিয়ে ২২ ডিসেম্বর এলাকার সুধিজনদের সথে এক বৈঠক করেন। বৈঠকে সুধিজনদের মতামত নিয়ে আমদাহ ইউনিয়ন দুস্থ মাতৃ%
