আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জানুয়ারী:
মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুরের মোটরসাইকেল দূর্ঘটনায় আহত সুমন (২৫) আজ রবিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন। সুমনের মৃত্যুর মধ্য দিয়ে ওই মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।সুমনের পিতা খাইরুল ইসলাম তার ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সুমন কে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ও পরে তার অবস্থার অবনতি হওয়ায় ওই দিনেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুর নামক স্থানে মোটর সাইকেলের সাথে বিপরীত থেকে আসা স্যালোচালিত আলগামন সংঘর্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ শান্তিপুরের মানা মণ্ডলের ছেলে বাবর আলী ওরফে বাবলু ( ৩০) ও ইউসুফ আলীর ছেলে আনিছুজ্জামান ( ২২) নিহত হন। এ সময় একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে সুমন ( ২৫) মারাত্বক আহত হন।
