মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর যুব ক্লাবের উদ্যোগে ইসলামপুর মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
সোমবার ইসলামপুর মাঠে অনুষ্ঠিত ইসলামপুর ও গোপালপুর একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল খেলায় ইসলামপুর একাদশ জয়লাভ করে। খেলা ইসলামপুর একাদশ ২-১ গোলে গোপালপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের সাব্বির, বিল্লাল এবং বিজিত দলের রাজু একটি করে গোল করে।