মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের পাটাপোকা বিলের পাড়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বিল পাহারাদার নিজাম (৪০) কে। নিহত নিজামের বাড়ি গাংনী উপজেলার কসবা গ্রামে। তার পিতার নাম মৃত মোজ্জাম্মেল হক। সে দীর্ঘদিন ধরে একই গ্রামের কাওসার মিয়া নামের এক ব্যক্তির লিজকৃত হারদা পাটাপোকা বিল পাহারা দিয়ে আসছিল।
সংবাদ পেয়ে আজ শনিবার সকাল পৌনে ৮ টার দিকে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং পাট জাগের তলা থেকে নিজামের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে,এই মূহূর্তে লাশের সুরাতহাল রির্পোট প্রস্তুতের কাজ চলছে। রিপোর্ট প্রস্তুত হলে লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হবে। তবে পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান,কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছেনা। তদন্তের পর সঠিক তথ্য বের হয়ে আসবে। তবে ধারনা করা যাচ্ছে,আর্থিক বিষয়াদি নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
আজ শনিবার ভোরের দিকে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল গাংনী উপজেলার কসবা গ্রামের পাটাপোকা বিলে হানা দেয়। সন্ত্রাসীরা খামার ও বিল ব্যবস্থাপক রাজনগর গ্রামের আলমগীরকে ঘরের ভিতরে আটকিয়ে বিল পাহারাদার নিজামকে ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা শেষে পাট জাগের তোলে লুকিয়ে রেখে যায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ সকালে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী নাসিমা অভিযোগ করেন,এর আগেও একই স্থানে সন্ত্রাসীরা একজনকে হত্যা করে। কিন্তু তাদের বিচার না হওয়ায় তারা পুনরায় আমার স্বামীকে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
