মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের কাঁসারি পাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে বিপুল পরিমাণ ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার। মঙ্গলবার মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের নেতৃত্বের ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে এসকল খালি বোতল উদ্ধার করেন।
জানা গেছে মাদকসেবীরা মেহেরপুর শহরের কাঁসারিপাড়ার সাবেক পৌর মেয়র মুতাছিম বিল্লাহ মতুর বাড়ির সামনের একটি পরিত্যক্ত বাড়িতে ফেন্সিডিল সেবন করে সেখান খালি বোতল সহ অন্যান্য নেশাদ্রব্য অবশিষ্টাংশ রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওই বাড়ির আশেপাশের ব্যবসায়ীদের সাথে কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার । ডিবি পুলিশেল ওসি জুলফিকার আলী এ সময় সেখানে উপস্থিত ছিলেন।