মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মার্চ:
মেহেরপুর জেলা শহরের হোটেল বাজার এলাকায় চাঁন হোটেলের মালিক ও কর্মচারীরা পিটিয়ে জখম করেছে আপন দু’ ভাই শহরের ঘোষপাড়ার মনিরুলের ছেলে বিক্রয় প্রতিনিধি মেহেদী এবং নির্জনা গার্মেন্টেসের কর্মচারী সুমনকে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়,আজ সোমবার দুপুরের দিকে ঘোষপাড়ার মনিরুলের ছেলে বিক্রয় প্রতিনিধি মেহেদী এবং নির্জনা গার্মেন্টেসের কর্মচারী সুমন কোর্ট এলাকার চাল হোটেলে বসে বাড়ি থেকে নিয়ে আসা খাবার খাচ্ছিল। খাবার খেতে দেরি করায় হোটেল মালিক বারবার দ্রুত শেষ করার তাগিদ দেয়। কিন্তু এতে তারা কর্নপাত না করায় হোটেল মালিক ক্ষিপ্ত হয়ে ভালমন্দ কথা বলে। এসময় দু’ভাই প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হোটেল মালিক ও কর্মচারী একযোগে দু’ভাইকে বেধড়ক লাঠিপেটা করে। আশেপাশের লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
