মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার কোলা-ইসলামপুর সড়কের কাড়িতলা নামক স্থানে মটর সাইকেল ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ছিনতাই কাজে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তিন মোটর সাইকেল আরোহীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতরা হলো ইসলামপুর গ্রামের ফজলুর ছেলে আশরাফুল (২০), মৃত মহাসিন মন্ডল এর ছেলে হাফিজুর রহমান (৫০) এবং একতার এর ছেলে ইউনুস (৪০)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে একটি মটর সাইকেলে আমদাহ ইউনিয়নের ইসলামপুর গ্রামের আশরাফুল, হাফিজুর রহমান এবং ইউনুস কোলা থেকে নিজ গ্রাম ইলামপুর যাচ্ছিল পথের মধ্যে কোলা কড়িতলা নামক স্থানে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী তাদের পথরোধ করে মোটর সাইকেল ছিনতাই করে।এসময় সন্ত্রাসীদের বাধা দিলে ধারালো দিয়ে কুপিয়ে জখম কওে তাদের কাছে থেকে মটর সাইকেলটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয় জনগন তাদের উদ্ধার করে মেহেরপুর জেণারেল হাসপাতালে ভর্তি করে ।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,তাদের অবস্থা আশংকামুক্ত।
