মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মার্চ:
মেহেরপুরের গাংনীতে “১২ মার্চ ঢাকা চলো’ কর্মসূচীকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান সহ ৬ বিএনপি ও যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন,মটমুড়া ইউপি’র চেয়ারম্যান বিএনপি সিরাজুল ইসলাম,মহিলা দলের সাধারন সম্পাদক লাইলা আঞ্জুমান বানু,সাহারবাটি ইউপি বিএনপি সভাপতি নজরুল ইসলাম,বিএনপি নেতা বাবু,বামুন্দী ইউপি বিএনপির সেক্রেটারী আমিরুল ইসলাম এবং ১৬ টাকা ইউপি যুবদলের সভাপতি মুসা করিম।
গাংনী থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান,আটককৃতদের ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। জানা যায়,আজ বৃহস্পতিবার শেষ বিকেলে গাংনী থানা পুলিশ পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে গাংনী বাসষ্ট্যান্ড থেকে মটমুড়া ইউপি’র চেয়ারম্যান বিএনপি সিরাজুল ইসলামকে এবং নিজ নিজ গ্রাম থেকে বিএনপি ও যুবদলের নেতাকে আটক করে। এ অভিযান চলবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না।
সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান ও গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, কোন মামলা না থাকলেও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে আটক করে জেলহাজতে পাঠানো সরকারের একটি ফ্যাসিস্ট চরিত্র। অবিলম্বে আটককৃতদের মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।