মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুলাই :
রেডিও ফুর্তি- এয়ারটেল “ইয়াং স্টার কম্পিটিশনে” চ্যাম্পিয়ন মেহেরপুর গাংনীর চৌগাছা গ্রামের শাফিন সরওয়ার সজলকে সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী।
শুক্রবার সন্ধ্যায় গাংনী ফুটবল মাঠে সজলের সংবর্ধনা ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম শফিকুল আলম। বক্তব্য রাখেন সজলের পিতা দেলোয়ার হোসেন বাবু। অনুষ্ঠানে ফুল দিয়ে সজলকে বরন করা হয়। ওপেন কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন চ্যাম্পিয়ন সজল এবং গাংনীর টলিনসহ এলাকার শিল্পিরা।
উল্লেখ্য প্রায় ৪০ হাজার প্রাতিযোগিকে টপকিয়ে সঙ্গীত প্রতিযোগিতায় সজল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।