মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৩ মে:
মেহেরপুর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ঝিনেরপুল পাড়ায় ৩ সন্তানের জননী সেলিনা খাতুন নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী মাসুদ ওরফে ইঞ্জিল হোসেন। পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুর বারটার দিকে এ ঘটনা ঘটায় ইঞ্জিল হোসেন। সে পলাতক রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।
শনিবার দুপুরে মেঘ বৃষ্টি শুরু হলে নির্জনে একা ঘরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ইঞ্জিল হোসেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী সেলিনা খাতুন। প্রতিবেশিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।