মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুন :
মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে ভ্যান চালক আব্দুল মান্নান ওরফে মান্নাফকে (৪৩) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ভ্যান চালক গোপালনগর গ্রামের আব্দুল কুদ্দছের জামাই। তার বাড়ি একই উপজেলার বাশঁবাড়িয়া গ্রামে।
আজ বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল গোপলনগর গ্রামের গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পাশ থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মল্লিক জানান,কে বা কারা কি কারনে তাকে হত্যা করা হয়েছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছেনা। ধারনা করা হচ্ছে,আভ্যন্তরিন কোন্দলের জের ধরে সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে।
নিহত মান্নাফের স্ত্রী বেনা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাতে গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের মান্নাফকে কে বা কারা মোবাইলফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে মান্নাফ আর বাড়ি ফিরে আসেনি। আজ বুধবার সকালে সড়কের পাশে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।
গ্রামবাসীরা জানান,নিহতের মাথা ও কপালসহ বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে খুচানোর দাগ রয়েছে।
