গাংনী প্রতিনিধি, তোফায়েল হোসেন:
মেহেরপুরের গাংনীতে এমপি সাহিদুজ্জামান খোকন’র উদ্যোগে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকালে তাঁর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেঁপু, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহম্মেদ, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, আওয়ামীলীগ নেতা ওবাইদুর রহমান কমলসহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বক্তারা আসন্ন ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস যাতে যথাযোগ্য মর্যাদায় পালন হয়, সে বিষয়ে প্রত্যেককে আন্তরিকতার সাথে এক সাথে কাজ করার প্রতিশ্রæতি দেন। দিনটি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।