গাংনী প্রতিনিধি, তোফায়েল হোসেন:
মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে হেমায়েতপুর বাজার এলাকা থেকে ৫০গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- গাংনী উপজেলার হেমায়েতপুর মন্ডলপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মজনু (২৩), হেমায়েতপুর ঈদগাহপাড়ার মিনারুল ইসলামের ছেলে মিঠুন, গোপালনগর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বিদ্যুৎ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, উপজেলার ইকুড়িয়া গ্রামস্থ আখ সেন্টারের সামনে পাকা রাস্তায় কয়েকজন গাঁজা বিক্রয় ও সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরহাদ আলী ও এএসআই শাকিল খানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশী করে মজনুর কাছ থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।