মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার রাজাপুর মাঠে জমির ফসল তছরূপ করাকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ও গাংনীর রাজাপুর গ্রামবাসির মধ্যে সৃষ্ট সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। আজ বিকেল ৫টার সময় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে পুলিশ সদস্য সহ আহতদের আশংকাজনক অবস্থায় প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গাংনী উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, সোমবার রাতে কে বা কারা রাজাপুর মাঠে ওই গ্রামের জনৈক সবুরের মরিচ ও পাট ক্ষেত তছরূপ করে। এ ঘটনায় খলিসাকুন্ডি গ্রামের লোকজনকে দোষারোপ করলে তারা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানায়।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে কথাকাটা কাটির এক পর্যায়ে খলিসাকুন্ডির জনৈক শহিদুলের নেতৃত্বে ২০/২৫ জনের লাঠিয়াল বাহিনী রাজাপুর গ্রামের লোকজনের উপর হামলা চালায়। এসময় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা এগিয়ে গেলেও তাদের উপর হামলা চালানো হয়। এতে ২ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়।
এনিয়ে উভয় গ্রামের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
