নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা ফুটবল টুর্নামেন্টে বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তেরাইল চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় গাংনী উপজেলা পর্যয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মানিকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা কাপ ফাইনালে তেরাইল চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।