গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলায় ৪র্থ তম বঙ্গবন্ধু স্মুতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
মুক্তি সেনা স্পোর্টিং ক্লাবের আয়োজনে গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আঃ হান্নানের সভাপতিত্বে এ সময় পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আছাল উদ্দিন, গাংনী থানার এসআই এবারত হোসেনস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, কাউন্সিলর নবিরুদ্দিন, সাহিদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, বদরুল ইসলাম বুদু, আসাদুল ইসলাম আসাদ, বাবুল আকতার, ইনামুল হক, শিক্ষক নেতা আঃ রকিব, ইমারত নির্মাণ সমিতির সভাপতি হাফিজুল ইসলাম সহ নেতৃস্থানীয় লোকজন উপস্থিৎ ছিলেন।
উদ্বোধনী খেলায় গাংনী একাদশ ৩-২ গোলে চিৎলা জাগরণী একাদশকে পরাজিত করে। প্রথমার্ধে দু’দলের মধ্যে ১-১ গোলে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে নিধারিত সময়ের মধ্যে গাংনী একাদশ পরপর ২ গোল করে ৩-১ গোলে এগিয়ে থাকে।
পরে চিৎলা একাদশ শেষ মুহুর্তে ১ গোল করে ব্যাবধান কমিয়ে আনলেও শেষ পর্যন্ত ৩-২ গোলে গাংনী একাদশ জয়লাভ করে মাঠ ছাড়ে।