মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ আগস্ট:
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মিলন (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত ও মহিলাসহ ৯জন মারাত্মক আহত হয়েছে। আহতদেরকে প্রথমে গাংনী উপজেলা হাসপাতালে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসে অগ্নী সংযোগ করে এবং বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।ঘন্টাখানেক বাস চলাচল বন্দ্ধ থাকার পর পুনরায় বাস চলাচল শুরু হয়। নিহত মিলন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের ডা. আয়ুব আলীর ছেলে বলে গাংনী থানা পুলিশ নিশ্চিত করেছেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত গাংনী হাসপাতালে চিকিৎসাধীন আহত গাংনী ধর্মচাকী গ্রামের দাউদ মেম্বরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় এবং হীরা নামের এক মহিলাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। পুলিশ গাড়ির চালককে আটক করতে না পারলেও ঘাতক গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে গাংনী থানার ওসি।
পুলিশ ও এলাকাবাসি জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহি বাস নিউ কাজলা (যার নং ঢাকা মেট্রো জ- ১১-০৬৭৪) গাংনী বাজারের রিয়াজ উদ্দীন মার্কেটের সামনে একটি মোটর সাইকেলকে চাঁপা দিলে সাথে সাথে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে সাথে বাসটি পালানোর চেষ্টা করলে একটি মোটর সাইকেল ও একটি যাত্রীবাহী আলগামনকে ধাক্কা দিলে গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের সিরাজুল (৬৫), হিন্দা গ্রামের অনিক (৭), হিরা (৪৫), রঞ্জনা (৭০), খুকিয়ারা (৭০), ওলিমা খাতুন (৬৫), আশরাফুন্নেছা (৬৫), ধর্মচাকী গ্রামের দাউদ মেম্বর (৫২) ও কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া গ্রামের আলাউদ্দিন মাস্টার (৫০)। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।