তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রাম থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছেন গাংনী থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এ বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উত্তর ভরাট গ্রামে ওমর আলীর ছেলে রেজাউল হকের বাড়ির পিছনে বোমাসদৃশ একটি বস্তু পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে হিন্দা ক্যাম্পের এএসআই হাজিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেন।
এএসআই হাজিকুল ইসলাম জানান, লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি পানি ভর্তি বালতিতে রাখতেই সেটি ভেসে ওঠে। এতে করে ওই বস্তুটি বোমা নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারা কি উদ্দেশ্যে এ বোমাসদৃশ বস্তুটি রেখেছিল তা জানা যায়নি। তবে ছোট ছেলেরা এ ধরনের কাজটি করে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।