ফলোআপ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা মোড়ে সন্ত্রাসীদের করা বোমা হামলায় বিস্ফোরনে আহত র্যাবের সোর্স মুকুলকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকালে সাহারবাটি গ্রামের হাফিজুর রহমান নামের চায়ের দোকানদার বাদী হয়ে আহত র্যাবের সোর্স নেক মহম্মদের ছেলে মুকুল (৪০) সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়েরর পরপরই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে আটক করে। গাংনী থানায় দায়ের করা মামলা নং-২৬,তারিখ,১৮-০৬-১২।
বর্তমানে সে পুলিশ পাহারায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, রোবাবর রাত পৌনে ৮ টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা মোড়ের একটি চায়ের দোকানে গ্রামের কয়েকজন রাজনৈতিক কর্মী এবং সাধারন মানুষ প্রতিদিনের ন্যায় বসে চা পান করছিল। এসময় সন্ত্রাসীরা ঘটনাস্থলে এসে দোকানকে লক্ষ্য করে পরপর ৩ টি শক্তিশালী বোমা ছুড়ে মারে। বিস্ফোরিত বোমার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে দোকানে বসা বসা থাকা ৪ জন। আহতরা হলেন,সাহারবাটি গ্রামের নেক মহম্মদের ছেলে মুকুল (৪০), কেরামত আলী’র ছেলে সবদুল হোসেন (৩৫), বছের আলী’র ছেলে রমজান আলী (৪৫) ও আবুল কালামের ছেলে আরিফ হোসেন (৩০)। আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালে এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
