মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী শহরের উত্তরপাড়ায় ৩টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া একই এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
এলাকাবাসী জানান,শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ ১ মিনিটের ব্যবধানে পরপর ৩টি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত ৩ টি বোমার শব্দে সমস্ত এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার এএসপি গোলাম রব্বানী ও গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বোমা বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এ বোমা বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
এদিকে, গাংনী শহরের উত্তরপাড়া থেকে পরিত্যক্ত একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাবের গাংনী ক্যাম্প।শুক্রবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৬ গাংনী ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ফোর্সসহ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রব্বানী জানান, উত্তরপাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমিরুল ইসলামের বাড়ির পাশে অভিযান চালিয়ে ওয়ান শুটারগানটি উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান র্যাব কর্মকর্তা।