তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
গাংনীতে সাংবাদিকদের পিপিই প্রদান করলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বুধবার দুপুরে তাঁর নিজস্ব বাসভবন থেকে ২০ জন সাংবাদিককে এ পিপিই প্রদান করা হয়।
পিপিই প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বৈশিক সমস্যা করোনা ভাইরাসের কারণে বিশ্বের সবকয়টি দেশ আক্রান্তের শিকার হয়েছে। বাংলাদেশও এ থেকে রক্ষা পায়নি। করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। ফলে দেশের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে।
কর্মহীন ও অসহায় জনগনের সহযোগিতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সদস্যরা এমনকি ব্যক্তিগত উদ্যোগে পাশে দাঁড়িয়েছে বিত্তবান মানুষ। দেশের এ ক্রান্তিকালে কেবলমাত্র প্রশাসনের লোকজন, স্বাস্থ্য কর্মী এবং সাংবাদিকরা ঝুঁকি নিয়ে দেশের অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন।
এরই ধারাবাদিকতায় সাংবাদিকরা সঠিক তথ্য সম্বলিত দেশের প্রকৃত চিত্র দর্শক ও পাঠকদের উপযোগী করে তুলে ধরার জন্য সারাক্ষণ মাঠে কাজ করে চলেছেন। সাংবাদিকদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এমপি সাহিদুজ্জামান খোকন গাংনী উপজেলার সাংবাদিকদের ব্যক্তিগত উদ্যোগে পিপিই প্রদান করলেন। পিপিই পেয়ে সাংবাদিকদের মধ্যে কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে। পিপিই প্রদানের জন্য এমপি সাহিদুজ্জামানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে সকল সাংবাদিকরা।