ফলোআপ:
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদহ গ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হাবিবুর রহমান (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে মারা গেছেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। হাবিবুর রহমান গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আজগর আলী বিশ্বাসের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে হাবিবুর মোটরসাইকেলে বাড়ি থেকে গাংনী শহরের যাওয়ার পথে পশ্চিম মালসাদহ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি আলগামন গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তার ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং সর্বশেষ সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
প্রচুর রক্তক্ষরণের কারণে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।