মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মারা গেছে হাফিজা খাতুন নামের এক গৃহবধু। রাতে মেহেরপুর মর্গে ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম আযানে তাকে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা যায়,মঙ্গলবার সন্দ্ধ্যার আগে গাংনী উপজেলার আযান গ্রামের মিরাজ আলীর স্ত্রী হাফিজা থাতুন বাস থেকে নেমে রাস্তা পার হওযার সময় অপর দিক খেকে আসা একটি চলন্ত ট্রাক তাকে চাঁপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর চালায় এবং গাংনী থানা পুলিশের হাতে তুলে দেয়।