মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার খাস মহল সড়কে ইটভাঙ্গা মেশিনের চাকায় পিষ্ট হয়ে রায়হান হোসেন (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রায়হান তেঁতুলবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে তেঁতুলবাড়ীয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে রায়হান হোসেন বাইসাইকেল চালিয়ে রং মহল গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। সে খাসমহল খাঁ পাড়া নামক স্থানে পৌছালে বিপরিতদিক থেকে আসা একটি ইট ভাঙ্গা মেশিনের সাথে ধাক্কা লেগে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
