মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারি গ্রাম থেকে ছিনতাই মামলার এজাহারভুক্ত দুই আসামি উপজেলার মাইলমারী গ্রামের ফজলুল হকের ছেলে মামুন (২৮) ও একই গ্রামের বড় মোহম্মদের ছেলে বয়েন উদ্দীন (৩০) কে আটক করেছে র্যাব সদস্যরা।
আজ বুধবার সকাল ৯টার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হানের নেতৃত্বে একদল র্যাব সদস্য ঝটিকা অভিযান চালিয়ে মাইলমারী গ্রাম থেকে তাদের আটক করে।
র্যাব জানায়, আটক মামুন ও বয়েন উদ্দীন ২ মার্চ গাংনী উপজেলার কুলবাড়িয়া-হিজলবাড়িয়া মাঠে ব্যবসায়ীর মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হান বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল রয়েছে। তারা বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তাদের দলের বাকী সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
