মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী বাজার থেকে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-৫৮৪৩) গাড়িতে তল্লাশী চালিয়ে ৪’শ বোতল ফেন্সিডিল সহ গাড়ির চালক জামিরুল ইসলাম(৪২) এবং এনামুল হক(৩২) কে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। র্যাব গাড়িটি আটক করে র্যাব ক্যাম্পে রেখেছে।
আটককৃত গাড়ির চালক কুষ্টিয়া জেলার উত্তর কয়রা গ্রামের বিশু শেখের ছেলে জামিরুল ইসলাম ও সুপারভাইজার মেহেরপুর জেলার বাওট গ্রামের মুনসুর শেখের ছেলে এনামুল হক এর বিরুদ্ধে গাংনী থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প ইনচার্জ লে.সাজ্জাদ রায়হান জানান,গাড়ির চালক ও সুপারভাইজার যোগসাজসে অর্থের বিনিময়ে ৪’শ বোতল ভারতীয় ফেন্সিডিল ঢাকায় পাচার করছিল। ফেন্সিডিলের প্রকৃত মালিকের সন্দ্ধান পাওয়া গেছে। তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গাংনী বাজারে চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালায়। র্যাব সদস্যরা মেহেরপুর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনে তল্লাশী চালিয়ে গাড়ির গোপন লকারের মধ্য থেকে ৪’শ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে এবং গাড়ি সহ চালক ও সুপারভাইজারকে আটক করে।
