মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই:
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামের জোড়া খুনের ৭ নং এজাহারভূক্ত আসামী ফেন্সিডিল ব্যবসায়ী ফরিদ আলীকে স্থানীয়রা আটক করে পুলিশকে সোপর্দ করেছে।
আটক ফরিদ আলী কাজীপুর গ্রামের গবর আলী’র ছেলে।
আজ সোমবার সকালের দিকে নিহত আবু জেল ও রফিকুলের আত্বীয়স্বজনরা ফরিদকে তার কুষ্টিয়া জেলার ভেড়ামার উপজেলা শহরের এক আত্মীয়’র বাড়ি থেকে আটক করে ভেড়ামার থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মল্লিক ফরিদের আটকের কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন ভেড়ামার থানা থেকে একটি ম্যাসেজ এসেছে। আমাদের থানার একটি টিম তাকে নিয়ে আসার জন্য ভেড়ামারা থানায় গিয়েছে।
ওসি জানান, আটক ফরিদ বিজিবি সোর্স ও কাজীপুর গ্রামের কিয়ামদ্দীনের ছেলে সহদোর ভাই রফিকুল ইসলাম ও আবুজেল হক হত্যা মামলার এজাহারভূক্ত ৭ নং আসামী।
উল্লেখ্য, রফিকুল ইসলাম ও আবুজেল হককে সন্ত্রাসীরা গত ১৬ জুন দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্বে একটি মরিচ ক্ষেতের মধ্যে গলা কেটে হত্যা করেছিল।
