মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন:
মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রাম থেকে ৩ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। উদ্ধার করা বোমা গুলি নিষ্ক্রিয় করার লক্ষে র্যাব ক্যাম্প চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে বলে র্যাব জানিয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার লে.সাজ্জাদ রায়হান বলেন,সন্ত্রাসীরা নিজেদের কাছে না রাখতে পেরে লুকিয়ে রেখেছিল। বোমা রাখার দায়ে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা উপজেলার চরগোয়ালগ্রামে অভিযান চালায়। র্যাব সদস্যরা গ্রামের ওয়াজেদ আলী’র ছেলে আমজাদ হোসেনের বাড়ির পাশ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ২টি লালটেপ ও ১ টি সবুজ টেপ মোড়ানো ৩ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করে র্যাব ক্যাম্পে নিয়ে আসে।
