মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর:
হত্যাকান্ডের ২৭ দিনের পর মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদহ ইটভাটার মালিক বিশিষ্ট ব্যবসায়ী খোকন হত্যাকান্ডে সরাসরি অংশ নেয়া ৫ খুনিকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন,মালসাদহ গ্রামের ছেলে সাহাবুল হক। আটককৃতদের আজ মঙ্গলবার দুপুরের পর গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
মেজর শওকত হোসেন ডেপুটি ডাইরেক্টর কমান্ডার ক্রাইম ডিভিশন কোম্পানী-২ সাংবাদিকদের বলেন,আটককৃতরা টাকার বিনিময়ে ভাড়াটে কিলার হিসেবে ব্যবসায়ী খোকনকে হত্যা করেছে। ভাটার দখলকে কেন্দ্র করে ভাটার ম্যানেজার এবং প্রভাবশালী একটি মহল হত্যাকান্ডের নেপথ্যে এ কাজ করেছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প সূত্রে জানা যায়,সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং মোবাইল নং ট্রারাকিং এর মাধ্যমে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গাংনী বাজার থেকে অন্যতম কিলার বোমা হোসেন কে আটক করে । আটককৃত বোমা হোসেনের স্বীকারোক্তি মতে অন্যান্য খুনিদের আটক করে র্যাব। আজ মঙ্গলবার র্যাব ক্যাম্পে খুনিদের সাংবাদিকদের মুখোমুখি করা হয়।
সাংবাদিক সম্মেলনে খুনিরা অহিরউর্দ্দীনের ছেলে হোসেন ওরফে বোমা হোসেন,হিজুলবাড়িয়া গ্রামের মৃত আ: বারিকের ছেলে বিল্লাল(৪২),মাইলমারি গ্রামের খয়মুর্দ্দীনের ছেলে জব্বার(২৮),গাংনী বাজার পাড়ার আজগর আলীর ছেলে কাদের(২৫),বামুন্দীর আজিজুল হকের অকপটে হত্যাকান্ডের দায় স্বীকার করে এবং মোটা অংকের টাকার বিনিময়ে তারা এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানান। খুনিরা আরো জানান,ভাটার ম্যানেজার রফিক সহ প্রভাবশালী মহল এ খুনের সাথে জড়িত। তারা ভাড়াটে খুনি মাত্র।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাজিবুল হাসান বলেন,এ হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে চিন্থিত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখন নাম প্রকাশ করা যাচ্ছেনা
