মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে ১ টি সাটারগান সহ দু’সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন,মোহাম্মদপুর গ্রামের শহিদুলের ছেলে সন্ত্রাসী রুহুল আমিন এবং একই গ্রামের ইমদাদুল হকের ছেলে রতন(২২)। এ ব্যাপারে গাংনী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প ইনচার্জ লে.সাজ্জাদ রায়হান জানান,আটককৃতরা এলাকার চিন্থিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি,হত্যা,ডাকাতি সহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে ।
র্যাব জানায়,রোববার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে অভিযান চালায়। র্যাব সদস্যরা মোহাম্মদ দাখিল মাদ্রাসার সামনে থেকে ১টি সাটারগান সহ রুহুল আমিন ও রতন নামের দু’ সন্ত্রাসীকে আটক করে। সাটারগানটি রুহুল আমিনের মাজায় ছিলো বলে র্যাব সদস্যরা জানিয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মল্লিক বলেন,আটককৃতরা ভয়ংকর সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে গাংনী থানায় বিভিন্ন মামলা রয়েছে।
