মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তের আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৪৫ এর কাছে থেকে ৭’শ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ফেন্সিডিল এখনো গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করেনি বিজিবি।
হাবিলদার আসাদুজ্জামান জানান, মাদক চোরাকারবারীরা রাতের আধারে ভারত থেকে সীমানা পেড়িয়ে এগুলো বাংলাদেশে নিয়ে এসেছিল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
আজ বৃহস্পতিবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা বিওপি ক্যাম্পের হাবিলদার আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৪৫ এর কাছে থেকে এ ফেনসিডিল উদ্ধার করে।
