মেহেরপুর নিউজ,১৫ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়া তলা সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সোমবার সন্ধ্যারাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতের তৈরি পিস্তলটি উদ্ধার করে বিজিবি।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র বহনকারী পালিয়ে যায় বলে জানান ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুর রহিম। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে অস্ত্র আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহড়া তলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় ১৪২ নং মেইন পিলার সংলগ্ন ৪ নং সাব পিলার নিকটের একটি মাঠ থেকে পিস্তলটি উদ্ধার করে তারা।
তিনি আরো জানান, বিজিবি অভিযানিক দলটিকে দেখে বহনকারী পালিয়ে যায়। তবে বহনকারীকে সনাক্ত করা সম্ভব হয়েছে। সে একই গ্রামের মিল্টন হোসেন বলে বিজিবি জানিয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে গাংনী থানায় পিস্তলটি জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
