মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারের একটি ইলেক্ট্রনিক দোকানের সামনে থেকে ৩ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। উদ্ধার করা বোমা গুলি বেশ শক্তিশালী বলে র্যাব জানিয়েছে। বোমা গুলি নিষ্ক্রিয় করার লক্ষে র্যাব ক্যাম্প চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।
এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে বলে জানিয়েছে গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল মল্লিক।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হান জানান,সন্ত্রাসীরা বোমা গুলি চাঁদার দাবীতে দোকানের এক পাশে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ফেলে রেখে গিয়েছিল। বোমা রাখার দায়ে কাউকে আটক করা না হলেও চেষ্টা চালানো হচ্ছে।
র্যাব জানায়,আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গাংনী র্যাব ক্যাম্পের ডিএডি জশিম উদ্দীনের নেতৃতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা বামুন্দী বাজারে অভিযান চালায়। র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বামুন্দী বাজারের জনৈক শহীদুল ইলেক্ট্রনিক এর সামনে থেকে লালটেপ মোড়ানো ৩ টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করে ।
