মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলা্ই:
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে অভিযান চালিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় একটি দেশি তৈরী শাটারগান উদ্ধার করেছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমন্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি টিম। এ সময় একটি কাঠের গুড়ির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় শাটারগানটি উদ্ধার করে র্যাবের সদস্যরা। শত্রুতামূলকভাবে মোজাম্মেল হককে ফাঁসানোর জন্যই কেউ অস্ত্রটি সেখানে রেখে যেতে পারে বলে ধারনা করছে র্যাব।