ডা.মুকিদ,মেহেরপুর নিউজ ২৪ ডটকম,০৬জুলাই:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ২টি বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে বাল্য বিবাহ আয়োজন করার দায়ে ২ জন কে ৭ দিনের কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। করাদন্ডপ্রাপ্তরা হলেন-একই গ্রমের রহিম বক্সের ছেলে কলিম উদ্দীন ও আব্দুল জলিলের ছেলে হাতেম আলী।
জানা যায়,আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আবু নাসার উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালায়। এ সময় একই গ্রামের হাতেম আলীর মেয়ে স্বর্নালী (১৫) ও আব্দুল জলিলের মেয়ে বিলকিস (১৫) এর বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং বাংলাদেশ দন্ডবিধির ১৯২৯ এর ৬(১) ধারা মোতাবেক শাস্তি যোগ্য অপরাধ করায় স্বর্নালীর বাবা হাতেম আলী এবং বিলকিসে বড় চাচা কলিম উদ্দীনকে ৭ দিনের কারাদন্ডে দন্ডিত করে মেহেরপুর জেল হাজতে প্রেরন করে ভ্রাম্যমান আদালত। বিলকিস ও স্বর্নালী উভয়েই গোপালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে মেহেরপুর পুলিশের এস আই আমির আলী তাদের বাল্য বিবাহ বন্ধ করার জন্য তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে আসে।কিন্তু আজ সকালে তারা গোপনের বিয়ের প্রস্তুতি নেওয়ায় ভ্রাম্যমান আদালত বিবাহ বন্ধ করে উপরোক্ত রায় প্রদান করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আবু নাসার উদ্দিন মেহেরপুর সংবাদকে বলেন, গতকাল বিকালে আমরা খবর পেয়ে এস আই আমির আলীকে বিবাহ বন্ধ করার জন্য ঘটনাস্থলে পাঠায়। এসময় তারা বিবাহ বন্ধ করবে বলে মুচলেকা দেয়া সত্তেও আজ আনুষ্ঠানিকতার সাথে তারা বিয়ের আয়োযন করে । এমন খবর পেয়ে আমরা সেখানে যেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে বিাবহ বন্ধ করা হয় এবং তাদের ৭ দিনের কারাদন্ড দেয়া হয়।
