মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুন:
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রাম থেকে ৭ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী আব্দুর রশিদ (৩৮) কে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,আটক আব্দুর রশিদ এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মেহেরপুর থানায় মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এস আই কাফরুজ্জামানের নেতৃত্বে একটি দল সদর উপজেলার গোভিপুর গ্রামে অভিযান চালায়। পুলিশ গোভীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ৭ বোতল ফেন্সিডিল সহ গোভিপুর পোষ্ট অফিস পাড়ার কাসেদ আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যাবসায়ী আব্দর রশিদ কে আটক করে ডিবি অফিসে নিয়ে আসে।
এদিকে ডিবির এস আই কাফরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গোভিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভারতীয় ফেন্সিডিল বেচাকেনা চলছে তখন ডিবির সদস্যরা অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিল সহ রশিদ কে হাতেনাতে আটক করে।
