মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুন:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রাম থেকে মাদক বেঁচাকেনার সময় ৬ বোতল ফেন্সিডিল সহ মহিলা মাদক ব্যবসায়ী সালেহা বেগম(৫০) এবং তার সহযোগী একই গ্রামের জিল্লুর রহমান(৪০) কে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুপুরে মেহেরপুর সদর থানা পুলিশ আসামীদের আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।
মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি কাফরুজ্জামান জানান,আটককৃতরা এলাকার চিণ্হিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশ জানায়,আজ রোববার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার চকশ্যামনগর মধ্য পাড়ায় অভিযান চালায়। ডিবি পুলিশ ক্রেতা সেজে ফেন্সিডিল কেনাবেঁচার সময় ৪ বোতল ফেন্সিডিল সহ জিল্লুর রহমানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মহিলা মাদক ব্যবসায়ী চাঁদ আলীর স্ত্রী সালেহা বেগমকে ২ বোতল ফেন্সিডিল সহ নিজ বাড়ি থেকে আটক করে।
