মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ আগস্ট:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে সড়ক পিচ্ছিলতার কারণে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে ঢুকে পড়ে সোনারগাঁ কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস কোম্পানির একটি কাভার্ড ভ্যান। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে গাড়ির চালক ইয়াসিন(৩৫) ও হেলপার মিলন (২০)। এদিকে এ ঘটনায় ঘন্টাখানেক মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে যান চলাচল বন্দ্ধ থাকে।
আজ বৃহস্পতিবার বিকেলে একটি কাভার্ড ভ্যান চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে আসছিল। কাভার্ড ভ্যানটি চাঁদবিল নামক স্থানে পৌছালে গাড়ি সাইড এবং ফুটপাথ দিয়ে চলা এক পথচারীকে বাঁচাতে গিয়ে ব্রেক ফেল করে পাশের খাদে নামিয়ে দেয়। সন্দ্ধ্যার আগে কাভার্ড ভ্যানটিকে উঠিয়ে ফেলা হয়েছে।
