নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলা নতুন দরবেশপুর গ্রামে জোড়া খুনের ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে।
নিহত রোকনুজ্জামানের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ২০। তারিখ ১৩-০৯-২০১৯।
গতকাল দুপুরে দুটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন লাশ নিয়ে দরবেশ আসলে সেখানে স্বজনদের আহজারি শোকাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। ঐ দিন বাদ আসর জানাযা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দুজনকে দাফন করা হয়।
নিহতদের পারিবারিক সূত্রে জানাযায়, ময়না তদন্ত, জানাযা ও দাফন করনের কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।
উল্লেখ্য গত বুধবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় রোকনুজ্জামান ও হাসান তাদের ইজারা নেওয়া শোলমারী বিলে পাহারাদারদের খোঁজ খবর নিতে যায়। তারা বিলের অস্থায়ী পাহারা ঘরে বসে ছিলো।
এসময় ১০/১২ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাদের দুজনের উপর হামলা করে। তারপর তাদের হাত পা বেধে ধারালো অস্ত্র দিয়ে গলার পিছন দিকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।