মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া আশ্রায়ন প্রকল্পে এক পাষন্ড স্বামী ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবীতে পিটিয়ে জখম করেছে গৃহবধু ছানোয়ারা বেগম কে। আহত ছানোয়ারা মেহেরপুর জেনারেল হাসপাতালের ২য় তলার ৭ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে নির্যাতিত ছানোয়ারার পরিবার।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,ছানোয়ারার অবস্থা মোটামুটি ভাল। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিন্থ রয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,ঘটনার সত্যতা পাওয়া গেছে। একটি অভিযোগ জমা পড়েছে। বিযয়টি আরোও ভালভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়,দশ বছর আগে তেরঘরিয়ার কালামের ছেলে দাউদ নবীর সাথে বিয়ে হয় শোলমারি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ছানোয়ারা বেগমের সাথে । বিয়ের পর থেকেই দাউদ যৌতুকের জন্য স্ত্রী ওপর চাঁপ প্রয়োগ করতে থাকে। সম্প্রতি দাউদ যৌতুক হিসেবে তার শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করে। টাকা শেষ হয়ে যাওয়ার আবার টাকা আনার জন্য স্ত্রীকে চাঁপ দেয়। স্ত্রী ক্ষিপ্ত হয়ে অপরাগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আজ সোমবার স্বামী দাউদ নবী ও তার পরিবারের লোকজন একত্রিত হয়ে ছানোয়ারাকে বেধড়ক মারপিট করে। গ্রামের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
