মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মার্চ:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর নামক স্থানে ইঞ্জিন চালিত অটোরিক্সা উল্টে চালক আনিছুর রহমান মারা গেছেন।। আহত হয়েছেন যাত্রী গাংনী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী তিথি বেগম (২৪)।
বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহাবুল ইসলাম ও তার স্ত্রী অটোরিক্সা ভাড়া করে চুয়াডাঙ্গার জীবননগরের উদ্দেশে রওয়ানা হন। ঘটনাস্থলে পৌঁছালে অটোরিক্সার সামনের চাকা খুলে অটোরিক্সাটি রাস্তার পাশেই উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চালক ও যাত্রীদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চালক আনিছুর চিকিৎসাধীন অবস্থায় রহমান হাসপাতালে মারা যান। আনিছুর রহমান মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মগরব আলীর ছেলে।