মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ফেব্রুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে আলগামন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ৩ যুবক আহত হয়েছে। আহতরা হলো, মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে সোহেল (২৫),সিরাজের ছেলে রাসেল (২২)এবং খোকনের ছেলে লেভেন(২১)।আহতদের মধ্যে সোহেলের অবস্থা আশংকাজনক হওয়ায় সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়,মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে সোহেল,সিরাজের ছেলে রাসেল এবং খোকনের ছেলে লেভেন এরা তিন যুবক একই মোটরসাইকেলে আজ বিকালে চুয়াডাঙ্গা হাসপাতালে রোগী দেখতে যায়। রোগী দেখে বাড়ী ফেরার সময় সন্ধ্যা ৭টার দিকে দরবেশ এসে পৌছালে অপরদিক থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পরে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহতদের মধ্যে সোহেলের অবস্থা আশংকাজনক। তার পায়ের হাড় ভেঙ্গে গেছে ।
