মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জানুয়ারী:
মেহেরপুরের নব নিযুক্ত পিপি রফিকুজ্জামান বাবুকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাবেক পিপি মিয়াজারন আলী নব নিযুক্ত পিপি রফিকুজ্জামান বাবুকে দায়িত্ব বুঝে দেন। এসময় জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফসহ বেশ কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।
গত বছর ১৫ ডিসেম্বর জেলা জজ আদালতের পিপি জিয়াজান আলীকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় পিপি’র পদ শূন্য হয়ে যায়।
সরকারের এক আদেশে রফিকুজ্জামান বাবুকে মিয়াজান আলীর স্থলাভিসিক্ত করেন।